নাঙ্গলকোটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মোহাম্মদ জানে আলমঃ
নাঙ্গলকোটে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে দিবসটি উপলক্ষে ১৭ মার্চ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও বেলা ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সদস্য ও মাননীয় অর্থমন্ত্রীর ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা এড. আব্দুর রহমান।
ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লোকমান হোসেন, আদ্রা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সা. সম্পাদক মোশারফ হোসেন। পরে দেশাত্মবোধক ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজলীত গান প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফেসবুক থেকে মন্তব্য করুন